Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০১৯-২০২০ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচির ১ম পর্যায়ের প্রকল্প তালিকা ।

 

উপজেলা: কাজিপুর                                                                    জেলা: সিরাজগঞ্জ।

ক্র: নং

ইউনিয়নের নাম

প্রকল্পের নাম

শ্রমিক সংখ্যা

বরাদ্দের পরিমাণ

০১

সোনামুখী

সোনামুখী জয়নাল খার বাড়ী হইতে মালেকের বাড়ী পর্যন্ত, কালিবাড়ী পাকা রাস্তা হইতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ও সোনামুখী মসজিদ হইতে কান্টুর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত

২৮ জন

২,২৪,০০০/-

০২

উত্তর পাইকপাড়া বাবলুর বাড়ী হইতে রশিদের বাড়ী হইয়া দক্ষিন পাইকপাড়া তারার বাড়ী হইয়া জেছারতের বাড়ী পর্যন্ত ও পাচগাছি লথিবের বাড়ী হইতে রফিকুলের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

৩১ জন

২,৪৮,০০০/-

০৩

হরিনাথপুর নাজিরের বাড়ীর পাকা রাস্তা হইতে সাইদের বাড়ীর পাকা রাস্তা পর্যন্ত এবং সোরহাবের বাড়ীর পাকা রাস্তা হতে মৃত নাজিম খার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৮ জন

২,২৪,০০০/-

০৪

চরকাদহ স্কুল মাঠ হইতে পারুলকান্দি খাল পর্যন্ত রাস্তা মেরামত ।

৩২ জন

২,৫৬,০০০/-

০৫

স্থলবাড়ী দক্ষিনপাড়া পাকা রাস্তা হতে দক্ষিনপাড়া মসজিদ হইয়া মধ্যে পাড়া শাহ আলীর বাড়ী হইতে হেলালের বাড়ী হইয়া টাওয়ার পর্যন্ত রাস্তা মেরামত।

২৯ জন

২,৩২,০০০/-

০৬

রৌহাবাড়ী শাহজাহানের বাড়ী হইতে উত্তরে সরকারী হালট পর্যন্ত , তোতারবাড়ী হইতে বাদশার বাড়ী পর্যন্ত ও পশ্চিমে সরকারী রাস্তা হইতে লিটন মাস্টারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত এবং পরানপুর পাকা রাস্তা হইতে জামালের বাড়ী পর্যন্ত , দুদুর বাড়ী হইতে আমিনুলের বাড়ী, রশিকপুর মোকাদ্দেসের বাড়ী হইতে ফরিদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত । রৌহাবাড়ী হাফিজিয়া সাদ্রাসার গাইডওয়াল নির্মাণ।

৩০ জন

২,৪০,০০০/-

০৭

রৌহাবাড়ী গোলাম মাস্টারের বাড়ী হইতে আজিজের বাড়ী পর্যন্ত ,আমজাদের বাড়ী হইতে  পশ্চিমে শিকদারের পুকুর পর্যন্ত রাস্তা মেরামত , রৌহাবাড়ী কওমি মাদ্রাসা মাঠে মাটি ভরাট।

৪৬ জন

৩,৬৮,০০০/-

০৮

চালিতাডাঙ্গা

চালিতাডাঙ্গা ইসহাক কেরানীর বাড়ী হতে কবরস্থান পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ এবং ইসাকের দোকান হয়ে ময়ান সুতারের বাড়ী দিয়ে খালের মধ্যে নতুন রাস্তা নির্মাণ।

৩৮ জন

৩,০৪,০০০/-

০৯

গাড়াবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে রশিদের বাড়ী হয়ে হালট ওজহিরের বাড়ী হতে মজিবারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ এবং পূর্বপাড়া কালর্ভাট এপ্রোজ মাটি ভরাট।

৪০ জন

৩,২০,০০০/-

১০

সাতকয়া রুবেল এর বাড়ী পাকা রাস্তা হইতে মোকজালের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত এবং আব্দুল হাজীর বাড়ীর পাকা রাস্তা হইতে আজাহার আলীর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ও ভবানীপুর দ:পাড়া পাকা রাস্তা হইতে ভবানীপুর কবরস্থান পর্যন্ত রাস্তা মেরামত।

৩৪ জন

২,৭২,০০০/-

১১

মাথাইলচাপড় হাসান মন্ডলের বাড়ী হতে দেলমাহমুদ হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ এবং শাহ আলম মাষ্টারের বাড়ী হতে বড় মসজিদের পাশ দিয়ে শাজাহানের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।

৩৮ জন

৩,০৪,০০০/-

১২

হাটশিরা প:পাড়া আ: রশিদের পুকুর হতে খালের ওপার বাবুর আলীর ও জলিলের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

৩৬ জন

২,৮৮,০০০/-

১৩

চরভানুডাঙ্গা নিশি বাড়ী হতে নাজির খার বাড়ী হয়ে সোহরাব আলীর বটগাছ পর্যন্ত রাস্তা মেরামত।

৩৬ জন

২,৮৮,০০০/-

১৪

গান্ধাইল

চাঁন মিয়ার বাড়ী হইতে কালবার্ট হয়ে শিল্পীর বাড়ী পর্যন্ত এবং মজিদ সাহেবের বাড়ী হয়ে বাঔখোলা পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত।

২৯ জন

২,৩২,০০০/-

১৫

গান্ধাইল দক্ষিণ ফজলার রহমান বাড়ী ভিটা হতে পূর্ব দিকে পাটাগ্রাম রোড পর্যন্ত এবং সানোয়ার মাষ্টারের বাড়ী হইতে মোকছেদ মন্ডল এর বাড়ী পর্যন্ত রাস্তা তৈরী।

২৭ জন

২,১৬,০০০/-

১৬

গান্ধাইল উত্তর রফিকুল ইসলাম এর বাড়ী হইতে নুরুর বাড়ী পর্যন্ত এবং পাকা রাস্তা হতে হায়দার ফকিরের এবং পূর্বপাড়া জামে মসজিদ হতে সন্তেষ এর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।

৩০ জন

২,৪০,০০০/-

১৭

আজম এর বাড়ী হইতে মিয়ার পাড়া প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

১৮

উল্লাপাড়া আ: সোবাহানের বাড়ী হইতে পাশা সরকারের বাড়ী পর্যন্ত এবং কালিকাপুর শাহজাহান মহুরীর বাড়ী হইতে সন্তেষ আলীর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

১৯

পশ্চিম বেতগাড়ী পশ্চিমপাড়া হায়দারের বাড়ী হইতে গোলাম হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণ এবং গোলাম হোসেনের বাড়ী হইতে আয়নালের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

২০

কাচিহারা বাজার হইতে উত্তরে সমতুল্লাহর ভিটা এবং কাচিহারা বাজার হইতে আজাহারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

২১

শুভগাছা

বীরশুভগাছা জলমতের বাড়ী হইতে দক্ষিনে আবু তাহের এর বাড়ী হইয়া পশ্চিম দিকে ওয়াবদা বাধ পর্যন্ত রাস্তা সংস্কার ও গাইডওয়াল নির্মাণ।

৩৮ জন

৩,০৪,০০০/-

২২

শুভগাছা গ্রামের দরিদ্র পরিবারের বাড়ীতে মাটি ভরাট।

২৫ জন

২,০০,০০০/-

২৩

শুভগাছা ইউপি ভবনের পিছন হইতে পূর্ব দিকে খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কার।

৩০ জন

২,৪০,০০০/-

২৪

আমনমেহার হায়দারের বাড়ী হইতে হবির বাড়ী পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ।

৫০ জন

৪,০০,০০০/-

২৫

কাজিপুর

পাইকরতলী বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে দক্ষিণে মওলার বাড়ী হয়ে হরিপদের বাড়ী পর্যন্ত এবং আব্দুস ছালাম মাস্টারের বাড়ী হতে দক্ষিণে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা মেরামত।

৪২ জন

৩,৩৬,০০০/-

২৬

মুসলিমপাড়া মুকুলের বাড়ী হতে পশ্চিমে রাস্তা ও উত্তরপাড়া মসজিদ হতে উত্তরে আয়াজ উদ্দিনের বাড়ী এবং দক্ষিণপাড়া জেল হোসেনের বাড়ী হতে পূর্ব দিকে কেয়ার রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার।

৪০ জন

৩,২০,০০০/-

২৭

সাইদটালা মোমিনের বাড়ী হতে মাছুয়াকান্দি রুস্তমের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

২৫ জন

২,০০,০০০/-

২৮

মাছুয়াকান্দি মুন্টু তালুকদারের দোকান হতে পূর্ব দিকে আব্দুস সামাদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণ ।

৩৩ জন

২,৬৪,০০০/-

২৯

সিংড়াবাড়ী মোতাহারের বাড়ী হতে তারার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

২৬ জন

২,০৮,০০০/-

৩০

মাইজবাড়ী

মোছা: আনোয়ার খাতুন, পিতা: মো: দুলাল, ২। মো: মোকলেছুর রহমান, পিতা: আফাজ উদ্দিন, ৩। মিলন্ট, পিতা: মফিজ, ৪। মো: হায়দার, পিতা: শাহাজাহন, ৫। তরিকুল, পিতা: আবু তাহের, ৬। মো: জহুরুল ইসলাম, পিতা: মফিজ, ৭। আ: সালাম, পিতা: খলিল, গ্রাম: ভাটিমেওয়াখোলা ৮। মো: রোমজান, পিতা: আ: খালেক, ৯। গোলজার, পিতা: ছাবেদ আলী, ১০। বদিউজ্জামান, পিতা: বুজুর আলী, ১১। নজরুল, পিতা: মসলিম উদ্দিন, ১২। আরকান, পিতা: আব্বাম আলী, গ্রাম: শ্রীপুর এর বসত ভিটা উচু করণ। 

৩০ জন

২,৪০,০০০/-

৩১

মাইজবাড়ী চর জামে মসজিদ হতে করিম গরের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ও মাইজবাড়ীর চর জামে মসজিদে আঙ্গিনায় মাটি ভরাট।

৫০ জন

৪,০০,০০০/-

৩২

ছালাভরা গেন্দুর বাড়ী হতে নজরুল মহুরীর বাড়ী এবং আফসারের বাড়ী হতে ছালাভরা মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত।

৩২ জন

২,৫৬,০০০/-

৩৩

মাধবডাঙ্গা সিমানা হতে বেলতৈল সোবাহানের বাড়ী এবং ছাত্তারের বাড়ী হতে মকছেদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

৩৪

 

ছালাভরা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে রওশনারার বাড়ী পর্যন্ত এবং হুরুমুজের বাড়ী হতে বেলতৈল রাঙ্গানের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

৩৫

খাসরাজবাড়ী

সান্বান্দা সামিউল সরকারের বাড়ীর হইতে মোকবুলের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৪০ জন

৩,২০,০০০/-

৩৬

সানবান্দা কেওয়াঘাট হইতে উজানমেওয়াখোলা ঈদ গাঁ মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার। এবং শাহজামালের বাড়ীর পশ্চিম পার্শ্বে কালভার্ট নির্মাণ।

৩০ জন

২,৪০,০০০/-

৩৭

কালিকাপুর সাজাহান এর বাড়ী জামে মসজিদ হইতে উত্তর এর মালেকের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৪০ জন

৩,২০,০০০/-

৩৮

গোদারবাগ আজগর আলীর বাড়ী হইতে গোদারবাগ বাজার পর্যন্ত রাস্তা সংস্কার।

৩৮ জন

৩,০৪,০০০/-

৩৯

চরগিরিশ

ছালাল বাজার হইতে টক্কার মোড় পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

৪০

রাজনাথপুর মাঙ্গনের বাড়ী হইতে জোড়বাড়ী হাকিম শিকদারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

৪১

রঘুনাথপুর পাকা রাস্তা হইতে ইমান শেখের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত এবং রুঘনাথপুর পাকা রাস্তার ব্রীজের পার্শ্বে প্যালাসাইডিং নির্মাণ।

৪২ জন

৩,৩৬,০০০/-

৪২

চরগিরিশ খেয়াঘাট হইতে চরনাটিপাড়া হাটখোলা হইয়া ওমরের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

৪৩ জন

৩,৪৪,০০০/-

৪৩

রঘুনাথপুর জোড়ব্রীজ হইতে ছালাল বাজার পর্যন্ত রাস্তা মেরামত।

২৫ জন

২,০০,০০০/-

৪৪

নাটুয়ারপাড়া

ফুলজোড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘরে ও মাঠে মাটি ভরাটএবং ঘোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যয়াল হতে রুস্তমের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

৩৮ জন

৩,০৪,০০০/-

৪৫

উত্তর রেহাইশুড়িবেড় মোকদেছের বাড়ী হতে রেজাইলের তোতা বাড়ী পর্যন্ত রাস্তা ও ফিমানের বাড়ী হতে উত্তর দিকে পর্যন্ত রাস্তা সংস্কার।

৩৪ জন

২,৭২,০০০/-

৪৬

দক্ষিন রেহাইশুড়িবেড় মকবুলের বাড়ী হতে টুকু মাষ্টারের বাড়ী রাস্তা পর্যন্ত জহুরুলের বাড়ী হতে ফজলের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ও ইউড্রেন নির্মাণ।

৩৮ জন

৩,০৪,০০০/-

৪৭

খাষশুড়িবেড় তোতা মেলেটারী বাড়ী হতে রনু মেম্বরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

২৮ জন

২,২৪,০০০/-

৪৮

পানাগাড়ী রহিচের বাড়ী হতে বাঘগাড়ী বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ও নজরুলের বাড়ী হতে রহিচের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

২৮ জন

২,২৪,০০০/-

৪৯

তেকানী

মানিকদাইড় হযরত, কান্তনগরের, মনোয়ারা, জুমারখুকশিয়া হাওয়া ও পারখুকশিয়া আশরাফের বাড়ী ভিটা উচুকরণ। 

৩০ জন

২,৪০,০০০/-

৫০

চরকান্তনগর খোকার বাড়ী হতে জহুরুলের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৩৫ জন

২,৪০,০০০/-

৫১

পারখুকশিয়া হারুনের বাড়ী হতে মারুফ তালুকদারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ও গাইডওয়াল নির্মাণ।

৩৫ জন

২,৪০,০০০/-

৫২

জুমারখুকশিয়া জুড়ানের বাড়ী হতে শাহজাহান ব্যাপারীর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৩০ জন

২,৪০,০০০/-

৫৩

কোনাবাড়ী বেলালের দোকান হতে দক্ষিনে ইউসুফের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৩০ জন

২,৪০,০০০/-

৫৪

নিশ্চিন্তপুর

ডিক্রীদোরতা উচ্চ বিদ্যালয় হইতে পশ্চিমে খবির হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

৩৬ জন

২,৮৮,০০০/-

৫৫

চরদোরতা মোদাছের রহমানের বাড়ী হইতে দক্ষিনে ইসহাক হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা  মেরামত ও গাইডওয়াল নির্মাণ।

৩৬ জন

২,৮৮,০০০/-

৫৬

জজিরা পূর্বপাড়া মুসলিমের বাড়ী হইতে দক্ষিনে সুরুজ্জামানের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।

৪৬ জন

৩,৬৮,০০০/-

৫৭

পারদোরতা সাত্তার মাষ্টারের বাড়ী হইতে দক্ষিনে পারদোরতা মকবুলের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।

৪০ জন

৩,২০,০০০/-

৫৮

নিশ্চিন্তপুর ইউনিয়নের ঘুনচা লক্ষীপুর গ্রামের ১। ফজল, পিতা: মৃত সমতুল্লাহ ২। আমির, পিতা: মৃত ময়েজ শেখ ৩। রহিমুদ্দিন, পিতা: জালাল শেখ ৪। দুলাল, পিতা: মৃত জিয়া শেখ এবং ৫। রিপন, পিতা: নাসির এর বাড়ী ভিটা উচু করন।

২৫ জন

২,০০,০০০/-

৫৯

মনসুরনগর

উত্তর ছালাল আবুল মুন্সীর বাড়ী মসজিদ হইতে পূর্ব ছালাল সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে হোসেনের খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কার। 

৪৫ জন

৩,৬০,০০০/-

৬০

ছিন্না খেয়াঘাট হইতে সফিকুল ফকিরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৪৫ জন

৩,৬০,০০০/-

৬১

বাউড়ামাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে ফজলের বাড়ী হয়ে চরশালদহ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ও ইউড্রেন নির্মাণ।

৫৫ জন

৪,৪০,০০০/-

৬২

মাজনাবাড়ী ১। মোছা: মর্জিনা খাতুন, স্বামী: মৃত খুশু মন্ডল, ২। মোছা: মিনি খাতুন, স্বামী: মৃত নানু মিয়া,, ৩। মো: ফরিদ মিয়া, পিতা: মৃত জুড়ান মিয়া, ৪। মো: শফিকুল ইসলাম, পিতা: মৃত মজিবর রহমান, ৫। মো: পিনটু মিয়া, পিতা: মৃত কটু মিয়া এর বাড়ী উচুকরণ।

২৫ জন

২,০০,০০০/-

৬৩

দক্ষিণ কুমারিয়াবাড়ী চাঁন মিয়ার দোকান হইতে মোফাজ্জল ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৪৫ জন

৩,৬০,০০০/-

সর্বমোট=(এক কোটি সত্তর লক্ষ আশি হাজার) টাকা মাত্র।

১,৭০,৮০,০০০/-

 

 

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইজিপিপি)

কর্মসূচির উদ্দেশ্য

  • কর্মহীন মৌসুমে স্বল্পমেয়াদী কর্মসংস্থান
  • স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুস্থ পরিবারগুলোর সুরক্ষা

 

প্রকল্পটি কাদের জ্ন্য ?

  • মূলত এলাকার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প

কে এই কর্মসূচির সুবিধাভোগী হতে পারবে?

 

  • দরিদ্র জনগোষ্ঠির অন্তর্ভূক্ত ব্যক্তি যার কাজের সামর্থ্য আছে এবং ভুমিহীন (বাড়ি ছাড়া ০.৫ একরের কম পরিমান জমি আছে)।

  • যে ব্যাক্তির মাসিক আয় ৪,০০০/- (চার হাজার) টাকার কম অথবা যার মাছ চাষের জন্য পুকুর বা কোন প্রণীসম্পদ নেই ।

  • অদক্ষ শ্রমিক যারা কাজ করতে আগ্রহী কিন্তু কোন কাজ পায় না । অদক্ষ শ্রমিক বলতে যারা দিন মজুর, রাজমিস্ত্রি,কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, গ্যাস মিস্ত্রি এবং কারখানা শ্রমিক অথবা যার অন্য কোন কাজের সুযোগ নেই । মহিলা এবং পুরুষ নির্বিশেষে একটি পরিবার থেকে মাত্র ০১ জন এ কাজের জন্য নির্বাচিত হবেন।

 

সুবিধা গ্রহণের জন্য কোথায় যেতে হয়?

১.ওয়ার্ড কমিটি

২.ইউনিয়ন পরিষদ অফিস

৩. উপজেলা পরিষদ অফিস

 

কিভাবে প্রকল্প গ্রহণ করা হয়?

১.চাহিদা অনুসারে স্থানীয় জনগন ও উপকার ভোগীদের সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে সামাজিক প্রকল্পের প্রাথমিক নির্বাচন সম্পন্ন করতে হয়

২. ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা প্রনয়ণের জন্য সভা আহবান করতে হবে । সভায় মহিলাসহ সর্বস্তরের জনগণের উপস্থিতির লক্ষ্যে ব্যাপক ভিত্তিক প্রচারনা চালাতে হয়

৩. ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের অগ্রাধিকার তালিকা সভার কার্যবিবরণীসহ ইউনিসয়ন কমিটির নিকট দাখিল করতে হয় ।

৪. বাছাইকৃত প্রকল্প তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ঝুলিয়ে প্রচার করতে হয় ।

ইজিপিপি এর কাজের ধরণ

১. পুকুর, খাল খনন/পুন:খনন ।

২. বাঁধ নির্মাণ/পুন:নির্মাণ (পানি উন্নয়ন বোর্ডকর্তৃক সুপারিশকৃত)

৩. রাস্তা/বাঁধ নির্মাণ পুন:নির্মাণ

৪.গ্রামীন অবকাঠামো উন্নয়ন (রাস্তা, ব্রীজ)

৫. সেচ কাজের জন্য ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল/ নালা খনন/ পুন: খনন ।

 

প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায় ?

১. প্রতি কর্মদিবসে ২০০/- টাকা (প্রতি পর্যায়ে ৪০ দিন/বছরে ০২ টি পর্যায়) । ২৫/- টাকা সঞ্চয় হিসেবে জমদা থাকবে ।

২. জবকার্ড সরবরাহ, ১০/- টাকায় একটি ব্যাংক হিসাব খোলা, প্রতি বৃহস্পতিবার মজুরী উত্তোলন ।

৩. পুরুষ/ মহেলা সমান মজুরীর অধিকারী।

৪. কার্যক্ষেত্রে মজুরীর হার প্রদর্শন করতে হয় ।

৫. জবকার্ডে মজুরী প্রদানের সকল তথ্য থাকতে হয় ।